বাবরের ব্যাটে রংপুরের জয় – Allrounder BD

বাবরের ব্যাটে রংপুরের জয় – Allrounder BD

বাবরের ব্যাটে রংপুরের জয় – Allrounder BD

এলেন, দেখলেন, জয় করলেন। রংপুর রাইডার্সের পক্ষে প্রথম ম্যাচটাই স্মরণীয় করে রাখলেন বাবর আজম। ৩৯ রানে ৬ উইকেট হারানো দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৬ রানের ইনিংস খেলে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই; খেলেছেন ৩৫ বলে ৪৭ রানের ইনিংস। রংপুর জিতল ৪ উইকেটে।

মিরপুরে টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সিলেটের ব্যাটিং অর্ডারে ওলটপালট। তবে খুব একটা সুবিধা করতে পারেনি স্ট্রাইকার্স। নির্ধারিত কুড়ি ওভারে কেবল তুলেছে ৮ উইকেট হারিয়ে ১২০ রান। ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন বেনি হাওয়েল, ৩১ বলে ৩১ করেছেন বেন কাটিং।

দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বসে মাশরাফী বিন মোর্ত্তজা দল। তিনে নামা মাশরাফী আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে। ওপেনার নাজমুল হাসান শান্ত করেছেন ২২ বলে ১৪ রান।  আগেরদিন ৭০ করা জাকির আউট হয়েছেন ৪ বলে ১ রান করে।

ষষ্ঠ উইকেটে ৬৮ রানের দারুণ এক জুটি গড়েন হাওয়েল ও কাটিং। সেই জুটিতেই রক্ষা; একশো পেরিয়েছে সিলেট স্ট্রাইকার্স। রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন রিপন মণ্ডল ও শেখ মাহেদি হাসান। একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ নবি ও হাসান মুরাদ।

 

Scroll to Top