৫৩ বছরে পা দিয়েছে বাংলাদেশে ফুটবলের কর্তাসংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার ১৫ জুলাই পালন করা হচ্ছে বাংলাদেশ ফুটবলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল তার বার্তায় বলেছেন, ‘আজ বাংলাদেশ ফুটবলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনে আমরা শুধু বাংলাদেশ ফুটবলের ইতিহাসকেই উদযাপন করছি না, প্রতিটি খেলোয়াড়, ভক্ত ও সমর্থকদের স্বপ্নকেও উদযাপন করছি যারা বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতে বিশ্বাস করে।’
‘একসাথে আমরা বাংলাদেশের এই সুন্দর খেলাকে বিশ্বমঞ্চে নিয়ে যাব।’
প্রসঙ্গত, ১৯৭২ সালের ১৫ জুলাই তৎকালীন শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই বাফুফের প্রথম সভাপতি এবং ওয়ারী ক্লাবের আবুল হাসেম প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।