বাফুফের ‘ট্যালেন্ট হান্ট’ অনূর্ধ্ব-১৪ শুরু শনিবার | চ্যানেল আই অনলাইন

বাফুফের ‘ট্যালেন্ট হান্ট’ অনূর্ধ্ব-১৪ শুরু শনিবার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ‘ট্যালেন্ট হান্ট’ জেএফএ অনূর্ধ্ব-১৪ ওমেন্স ইয়ূথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫ শুরু হচ্ছে শনিবার। ১৬ আগস্ট থেকে সারাদেশে প্রাথমিক পর্বের খেলা শুরু হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ দুপুরে সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন।

এবারের আসরে অংশগ্রহণকারী প্রত্যেক দল পাবে ৪৫ হাজার টাকা। অংশগ্রহণকারী ভেন্যুগুলোও পাবে ৪৫ হাজার টাকা। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসর হওয়ায় প্রত্যেক দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে ওঠা দলগুলো আরেকবার ফেডারেশন থেকে অর্থ পাবে।

শনিবার থেকে মাগুরা, মাদারীপুর, রাজশাহী, রাঙামাটি, রংপুর ও ময়মনসিংহ জেলায় জেএফএ অনূর্ধ্ব-১৪ আসর শুরু হবে। ৪২ দল ছয় গ্রুপে ভাগ হয়ে প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে। ছয় গ্রুপের ছয় চ্যাম্পিয়ন, সেরা রানার্সআপ দুই দল পরে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ২০১৫ সাল থেকে এ কর্মসূচি করছে বাফুফে। জাপান আগে ৩০ হাজার ডলার করে দিলেও করোনার পর থেকে ২০ হাজার ডলার দিচ্ছে। এখানে আরও যা অর্থের প্রয়োজন হয় যোগান দেয় বাফুফে।

Scroll to Top