বাদ যেতে পারে জিম্বাবুয়ে সিরিজের দুটি টেস্ট

বাদ যেতে পারে জিম্বাবুয়ে সিরিজের  দুটি টেস্ট

আগামী ২০ জানুয়ারি ছুটি শেষ করে ঢাকায় ফেরার কথা কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তিনি আসার পরই টি–টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত হবে। লিগ পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ায় সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলকে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা আছে বিসিবির। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দুটি শেষ পর্যন্ত না হলে সেই সুযোগ বাড়বে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলটাকেই তাঁরা বিশ্বকাপেও রেখে দিতে চাইবেন।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল আইসিসির পরিধিতে ঢুকে পড়বে ১ জুন। ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে আছে আইসিসি নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও। ম্যাচ দুটির তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলবে ১০ জুন নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৩ ও ১৬ জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লিগ পর্বে শেষ দুই ম্যাচের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট।

Scroll to Top