বাড়িতে পাওয়া গেল ছোট্ট সারার মরদেহ, বাবা ও তাঁর সঙ্গীকে খুঁজছে পুলিশ  

বাড়িতে পাওয়া গেল ছোট্ট সারার মরদেহ, বাবা ও তাঁর সঙ্গীকে খুঁজছে পুলিশ  

সারার স্কুলের প্রধান শিক্ষক জ্যাকি চেম্বারস বলেছেন, ‘আমরা সারাকে খুব মিস করব। সে খুবই হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মেয়ে। সে খুব আত্মবিশ্বাসী ছিল, অনেক সুন্দর করে হাসত। সবকিছুতে তার খুব উৎসাহ ছিল।’

জ্যাকি চেম্বারস আরও বলেন, সারা এই স্কুলে পাঁচ বছর ধরে ছিল। এই হৃদয়বিদারক ঘটনায় তার জন্য আমাদের প্রার্থনা।’ তিনি আরও বলেন, পুলিশ তদন্তের কারণে তিনি আর বেশি কিছু বলতে পারছেন না। তবে তদন্তকারী সংস্থার প্রতি স্কুল কর্তৃপক্ষের পূর্ণ সমর্থন আছে।

পাকিস্তানের উত্তর পাঞ্জাবের ঝিলাম পুলিশের দুটি দল সারার বাবা উরফান শরিফকে খুঁজছে।

Scroll to Top