বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়: ময়মনসিংহের ডিসি

বাড়িটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নয়: ময়মনসিংহের ডিসি

ভাঙার কার্যক্রমে আলোচনায় আসা ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের পুরোনো বাড়িটি নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম। সেখানে তিনি বলেন, যে জমি বা বাড়িটি সত্যজিৎ রায় বা তাঁর পূর্বপুরুষের দাবি করা হচ্ছে; সরকারি রেকর্ড ও নথিপত্র যাচাই-বাছাই করে কোথাও তাঁদের কারও নাম পাওয়া যায়নি। আরএস রেকর্ডে এটি বাংলাদেশ সরকারের নামে লিপিবদ্ধ।

জেলা প্রশাসক বলেন, ‘প্রকৃতপক্ষে এটি সত্যজিৎ রায় বা তাঁর পূর্বপুরুষের বাড়ি নয়। তাঁরা কখনো এখানে ছিলেন না। আশা করছি, এর মাধ্যমে সবাই সত্যটা জানতে পারবে।’

Scroll to Top