বাটলার ঝড়ে সেমিতে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

বাটলার ঝড়ে সেমিতে ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সেমির লড়াইয়ে টিকে থাকতে বড় জয়ের সমীকরণ সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। ক্রিস জর্ডানের হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন জশ বাটলার। ইংলিশ অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় ধরা দিয়েছে। তাতে সবার আগে সেমিতে পা রেখেছে ইংল্যান্ড।

ব্রিজটাউনে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নেমে ১৮.৫ ওভারে ১১৫ রানে থামে যুক্তরাষ্ট্র। জবাবে নেমে ৬২ বল হাতে রেখে ১০ উইকেটে লক্ষ্যতাড়া করে ইংল্যান্ড।

সুপার এইটে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত ইংলিশদের। গ্রুপ ‘২’তে ১.৯৯২ রানরেট নিয়ে শীর্ষে দলটি। এই গ্রুপ থেকে ইংল্যান্ডের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকা। টিকে আছে ওয়েস্ট ইন্ডিজও। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছটায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচে যে দল জিতবে তারাই্ সেমিতে সঙ্গী হবে বাটলারদের।

সাউথ আফ্রিকা দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকলেও রানরেটে ক্যারিবীয়দের থেকে পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে রানরেটে এগিয়ে সেমিতে যাবে। প্রোটিয়ারা জিতলে কিংবা বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে তারা।

কেনসিংটন ওভালে রানতাড়ায় নেমে শুরু থেকেই যুক্তরাষ্ট্র বোলারদের উপর তাণ্ডব চালান বাটলার। ফিল সল্টকে সঙ্গী করে দলকে বড় জয় উপহার দেন ইংলিশ অধিনায়ক। ৬টি চার ও ৭টি ছক্কায় ৩৮ বলে ৮৩ রান করেন বাটলার। দুই চারে ২১ বলে ২৫ রান করেন সল্ট।

এর আগে যুক্তরাষ্ট্রের ইংনিসের ১৯তম ওভারে হ্যাটট্রিক করেন ক্রিস জর্ডান। হ্যাটট্রিকসহ ৫ বলে চারটি উইকেট নেন জর্ডান। চলতি বিশ্বকাপে তৃতীয় হ্যাটট্রিক এটি। আগের দুটি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেন অজি পেসার।

আগে ব্যাটে নেমে ধীরগতিতে রান তুলছিল যুক্তরাষ্ট্র। উইকেট টিকিয়ে রেখেছিল। ১৮তম ওভারের শেষ বলে ধস নামে। ষষ্ঠ ব্যাটার হারমীত সিংকে ফিরিয়ে ধসের সূচনা এনে দেন স্যাম কারেন। ১৭ বলে ২১ রান করা হারমীতের ক্যাচ নেন জর্ডান।

পরে ওভারে বলে এসে যুক্তরাষ্ট্রকে পুরোই ধসিয়ে দেন জর্ডান। ওভারের প্রথম বলে ফেরান কোরি অ্যান্ডারসনকে। ২৮ বলে ২৯ রান করেন এ ব্যাটার। দ্বিতীয় বলটি দেখেশুনে পার করেন আলি খান। তৃতীয় বলে তাকে বোল্ড করেন জর্ডান। পরের দুই বলে নুশতুশ কেনজিগে এবং সৌরভ নেত্রাভালকারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ইংলিশ পেসার।

যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার। দুই ছক্কা ও এক চারে ২৪ বলে ৩০ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে জর্ডান ২.৫ ওভার বল করে ১০ রান খরচায় নেন ৪ উইকেট। আদিল রশিদ ও স্যাম কারেন দুটি করে উইকেট নেন।

Scroll to Top