একদিন আগেই সর্বপ্রথম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড। জস বাটলারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গুঞ্জন সত্যি করে, বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন অফফর্মে থাকা তারকা ক্রিকেটার জেসন রয়। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মাত্র চার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ফিল সল্ট। তবে, ইনজুরি থেকে সেরে ওঠায় দলে ফিরেছেন ক্রিস ওকস এবং মার্ক উড। দুই খেলোয়াড়ই শেষবার ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে মার্চে টেস্ট খেলেছিলেন।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অজিদের বিপক্ষে আগামী ৯ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জস বাটলারের দল। ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে ২২ অক্টোবর পার্থে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ দিয়ে।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ খেলোয়াড়: লিয়াম ডওসন, রিচার্ড গ্লিসন, টাইমল মিলস