বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়ছে বা কমছে | চ্যানেল আই অনলাইন

বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়ছে বা কমছে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাজেটের আকার, লক্ষ্যমাত্রা, জিডিপির হিসাব বাজেটে এসব গুরুত্ব পেলেও সাধারণ মানুষের প্রধান আগ্রহ থাকে বাজেটের কারণে কোন পণ্যের দাম বাড়তে পারে বা কমতে পারে। মূল্যস্ফিতির কারণে সাধারণ মানুষ চাওয়া বাজেটের কারণে তাদের নিত্য পণ্যের দাম কমুক। এবারের বাজেটের কারণে রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ারকন্ডিশনসহ কিছু পন্যের দাম যেমন বাড়বে, ঠিক তেমনি কিছু অতিপ্রয়োজনীয় পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৪টায় শরু হয় বাজেট বক্তৃতা। অর্থ উপদেষ্টার এই বাজেট বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এর পাশাপাশি বিটিভির ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতেও একযোগে প্রচার হচ্ছে এবারের বাজেট।

কর ও শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে এবং বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করায় রেফ্রিজারেটর, ফ্রিজ এয়ারকন্ডিশন এবং এগুলোর কম্প্রেসারের দাম বাড়বে। এছাড়া শুল্ক বৃদ্ধি পাওয়ায় নারীদের মেকআপ সামগ্রী ফেসওয়াশ ও লিপস্টিকের দাম বাড়তে পারে।

এছাড়াও প্লাস্টিকের তৈরি সকল ধরণের গৃহস্থালী ও টয়লেট সামগ্রীর ভ্যাট সাড়ে ৭ থেকে ১৫ শতাংশ করায় টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রীর দাম বাড়তে পারে।

নির্মাণসামগ্রী রড় এর উৎপাদন পর্যায়ে আরোপিত কর ২০ শতাংশ বাড়ানোয় দাম বাড়ার তালিকায় রয়েছে এগুলোও। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাট বাড়ানোই নির্মাণ ব্যয় বাড়বে।

বোর্ডের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ায় দাম বাড়বে। এছাড়া অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাট ১৫ শতাংশ করায় অনলাইন পণ্য ক্রয়ে খরচ বাড়বে। ব্লেড এর উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ায় দাম বাড়বে।

সকল ধরণের স্ক্রু, নাট-বোল্ট ও ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার ও পোল ফিটিংসের ভ্যাট বাড়ায় দাম বাড়বে। কটন সুতার কর বাড়ায় এই সুতার তৈলি সকল ধরণের পন্যের দামে প্রভাব পড়তে পারে।

এছাড়াও শিশুদের খাবার বিশেষ করে চকোলেটের স্বাদ নিতে বাড়তি ব্যয় করতে হবে। শিশু খেলনার দাম বাড়তে পারে। বাড়তে পারে এলইডি লাইটের দামও।

সিগারেট পেপার আমদানির সম্পুরুক শুল্ক ১৫০ থেকে ৩০০ শতাংশ করায় সব ধরণের সিগারেটের দাম বাড়বে।

তবে সুখবরও কম নয়। পাত ফুল বাকলের তৈরি প্লেট বাটিসহ সকল ধরণের তৈজসপত্র এবং হাতে তৈরি মাটির জিনিসপত্রের উৎপাদন পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করায় দাম কমতে পারে।

আমদানি কাঁচামালের ভ্যাট অব্যাহতি দেয়ায় স্যারিটারি ন্যাপকিন ডায়াপারের দাম কমতে পারে। সাবান ও শ্যাম্পুর ভ্যাট অব্যাহতি সুবিধা অব্যাহত থাকায় দাম কমতে পারে। প্যাকেটজাত তরল দুধ, চিনি, ড্রিংক ও বিদেশি মাখনের দাম কমতে পারে।

ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও ইলেকট্রিক ওভেনের ভ্যাট অব্যাহতি সুবিধা থাকায় দাম কমতে পারে। এছাড়া প্রেসার কুকার, ব্লেন্ডার, জুসার ইলেকট্রিক কেটলি, রাইস কুকারের উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমতে কমতে পারে। সাধারণ মোটরকার, সাধারন ও আইসিইউ এর ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমতে পারে।

স্থানীয় উৎপাদন পর্যায়ে লিফট এর ভ্যাট অব্যাহতি থাকায় দাম কমবে।

শুল্ক পরিবর্তন করায় দাম কমতে পারে চিনি, লবন, কমফ্যাট যুক্ত সয়াবিন তেল ও জ্বালানি তেলের দাম।

ডায়াবেটিস রোগিদের জন্য সুখবর দাম কমতে পারে ইনসুলিনের। দাম কমতে পারে ভলপয়েন্ট পেন ও কম্পিউটার মনিটরের।

Scroll to Top