
সত্যনাশী নামে এই গাছটি ইংরাজিতে মেক্সিকান প্রিকলি পপি-ও বলা হয়ে থাকে। আয়ুর্বেদ বিশারদরা বলেন যে, অনেকেই এটিকে জংলি গাছ বলেই ভাবেন। সেই সঙ্গে এ-ও মনে করেন যে, এই গাছটি কোনও কাজেরই নয়। অথচ এর উপকারিতা চমকপ্রদ। আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে খুবই কার্যকর বলে গণ্য করা হয়। বিশেষ করে চুলকানি, দাদ, ফোঁড়া, একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার চিকিৎসার ক্ষেত্রে তো বটেই!