চালের ভরা মৌসুমেও বাজারে চালের দাম কমছে না, বরং গত সপ্তাহের চেয়ে বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। সোনালী ও ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে উল্লেখযোগ্য ভাবে কমেছে পেঁয়াজের দাম সাথে কমছে ডিম এবং আলুর দামও। শীতকালীন সব সবজির দামও কমেছে।
সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। পুরাতন আলু ৭০ টাকা, বগুড়ার আলু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমোটোসহ বিভিন্ন শাক-সবজির সরবরাহ বাড়তে থাকায় কমছে দাম। বাজারে এখন দেশি পেঁয়াজের কেজি মানভেদে ৯০ থেকে ১০০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা। আদা-রসুন-ডাল-আলুর দামও কমেছে।
এসব বাজারে আদা ১২০ থেকে ২৮০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, দেশি মসুর ডাল ১৪০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা, মিনিকেট চাল ৭৬ থেকে ৮০ টাকা এবং নাজিরশাইল ৭৫ থেকে ৮২ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে ডিমের দাম স্থিতিশীল, ডজন ১৪০ টাকা। চালের মৌসুমেও দাম না কমায় বিস্ময় খুচরা বিক্রেতাদের, হতাশ ক্রেতারা। বাজারে ব্রয়লার মুরগির কেজি ২১০ থেকে ২২০ টাকা। আর সোনালী মুরগি ৩৪০ টাকা কেজি।
দাম বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি ভোক্তাদের।