‘বাচসাস’ এর নির্বাচন আজ | চ্যানেল আই অনলাইন

‘বাচসাস’ এর নির্বাচন আজ | চ্যানেল আই অনলাইন

ঐতিত্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আজ শুক্রবার (১ নভেম্বর)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানায়, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে সকল সদস্যদের সাধারণ সভায় অংশ গ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বাচসাসকে আরও গতিশীল করার আহ্বান জানান।

তিনি জানান, সকাল ১০টায় দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার বাচসাস’র প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান। কমিশনে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

GOVT

Chokroanimation

Scroll to Top