বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে পা মেলাল হাজার মানুষ!

বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে পা মেলাল হাজার মানুষ!

Last Updated:

সাড়ম্বরে বাংলা বর্ষ বরণ হাওড়ায় ! ৮ থেকে ৮০, সব বয়সের মানুষ মেতে উঠলেন বর্ষ বরণ উৎসবে, সারা বাংলা জুড়ে বাংলার নতুন বছরকে স্বাগত উৎসবে মেতে উঠেছে

X

বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে একসঙ্গে পা মেলাল হাজার মানুষ!

বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল নানা মডেল বাংলার সংস্কৃতির মেল বন্ধন

হাওড়া: সাড়ম্বরে বাংলা বর্ষ বরণ হাওড়ায়! ৮ থেকে ৮০, সব বয়সের মানুষ মেতে উঠলেন বর্ষ বরণ উৎসবে। সারা বাংলা জুড়ে বাংলার নতুন বছরকে স্বাগত উৎসবে মেতে উঠেছে। সেই স্রোতে গা ভাসিয়ে হাওড়ার বিভিন্ন প্রান্ত প্রতি বছর বর্ষবরণের উৎসব অনুষ্ঠিত হয়। এই বর্ষবরণ উৎসবে জেলায় দারুণ ভাবে সাড়া ফেলেছে বালুটিকুরি সজিব সংঘ।

সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সুচির মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব। বাংলার কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণ করল স্থানীয় বেশ কয়েকটি ক্লাব প্রতিষ্ঠান। বাংলার নতুন বছর ১৪৩২ সাল বরণে এক সঙ্গে পা মেলালসমাজের সর্বস্তরের মানুষ।

নতুন বছরকে স্বাগত জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ছিল চোখে পড়ার মতো। প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। এর পর কয়েক হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা। সমগ্র শোভাযাত্রায় বর্ষবরণ কেন্দ্রিক নানা মডেল।

আরও পড়ুন- নদীতে সাঁতরে বেড়াচ্ছে ওটা কী? হঠাৎ কীসের দেখা মিলল! আতঙ্কে ভয়ে কাঁটা সকলে

শোভাযাত্রায় দেশমাতৃকাকে সম্মান জানিয়ে উত্তোলন করা হয় প্রায় ১০০ ফুটের জাতীয় পতাকা। বাংলা ও বাঙালির প্রিয় ফুটবলকে তুলে ধরতে জাগলিং প্রদর্শন। একইসঙ্গে একগুচ্ছ নতুন প্রজন্মের ফুটবলারদের সামিল করা। পাশাপাশি শোভাযাত্রায় রাখা হয় ভিন্টেজ কার। এছাড়াও বিভিন্ন মডেল এবং পুরুলিয়ার মডেল ও বাদ্যযন্ত্র অংশ নেয় শোভাযাত্রায়। বাংলা বর্ষবরণের এই উৎসব জেলায় দারুণভাবে সাড়া ফেলেছে।

রাকেশ মাইতি

Next Article

West Bengal news: সামশেরগঞ্জে জোড়া খুনের ঘটনায় ধৃত দুই! পরিস্থিতি স্বাভাবিক করতে জোরদার ব্যবস্থা পুলিশের

Scroll to Top