Last Updated:
নবি মুম্বাইয়ের শিরোনা বাজারে একটি শপিং মলে কাজ করতেন বজবজের সোমা

বজবজ, দক্ষিণ ২৪ পরগণা, সমীর মণ্ডলঃ মোবাইলে বাংলায় কথা বলছিলেন। সেই কারণে বাংলাদেশি সন্দেহে বজবজের সোমা বিবিকে আটক করল পুলিশ। ঘটনাস্থল মুম্বই। অভিযোগ, সোমাকে প্রায় ২৪ ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। অবশেষে পরিবারের লোকজন বজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত সহ বজবজ থানায় যোগাযোগ করলে প্রশাসনিক তৎপরতায় ও প্রয়োজনীয় নথি দেখিয়ে তাঁকে ছাড়া হয় বলে দাবি। গোটা ঘটনায় আতঙ্কিত সোমার পরিবার।
দক্ষিণ ২৪ পরগণার বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদার। কাজের জন্য জাহির, তাঁর স্ত্রী সোমা, তাঁদের দুই ছেলে ও বৌমারা মুম্বইয়ে থাকতেন। তবে গত বছর স্ত্রীদের নিয়ে বজবজের বাড়ি ফিরে আসেন জাহির-সোমার দুই ছেলে। চলতি বছর জানুয়ারিতে বাড়ি চলে আসেন জাহিরও। তবে সোমা মুম্বইয়েই ছিলেন।
পরিবারের দাবি, গত ৭ তারিখ ছেলের সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সোমা। বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ! এরপর দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ২৪ ঘণ্টা আটক করে রাখা হয় বলে অভিযোগ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 10, 2025 11:09 AM IST