ঢাকা, ০৮ আগস্ট – ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, “ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ সেখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদের পুশ-ইন করা হচ্ছে। তাহলে তাকে (শেখ হাসিনা) কেন পুশব্যাক করা হচ্ছে না?”
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রিজভী।
তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যেভাবে উল্টোপাল্টা কথা বলছেন, তাতে বোঝা যায় তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি মাস্টারমাইন্ড হয়ে দেশকে অস্থির করতে চাইছেন।”
ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জনতার উত্তাল ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু ষড়যন্ত্র থামেনি। গত বছরের দুর্গাপূজায়ও নানামুখী ষড়যন্ত্র ছিল, যা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।”
তিনি আরও দাবি করেন, “নানান নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কোনো নেতা পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ আগস্ট ২০২৫