‘বাংলাবিদের’ ষষ্ঠ পর্বে প্রথম হলেন অভিষেক দাশ | চ্যানেল আই অনলাইন

‘বাংলাবিদের’ ষষ্ঠ পর্বে প্রথম হলেন অভিষেক দাশ | চ্যানেল আই অনলাইন

ইস্পাহানি মির্জাপুর বাংলায় জাগি ভরপুর স্লোগানে শেষ হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের’ ষষ্ঠ পর্ব। মহোৎসব পর্বে সেরা বাংলাবিদ হয়েছেন চট্টগ্রামের অভিষেক দাশ। দ্বিতীয় সেরা ঢাকার রিফা তাসনিয়া ও তৃতীয় চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী। এমন আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি আরও বিস্তৃত হবার সুযোগ পায় বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।

বাংলা ভাষা নিয়ে দেশের প্রথম এবং সবচেয়ে বড় টেলিভিশন রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের মহোৎসব অনুষ্ঠিত হয় শুক্রবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

বাংলা ভাষার উৎপত্তি, চর্চা এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই বর্ণাঢ্য আয়োজনে সারা দেশ থেকে বাছাই করা হয় সেরা বাংলাবিদদের। এমন আয়োজনে সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের অনুভূতি জানান সংশ্লিষ্টরা।

দীর্ঘ দশ মাস ধরে দেশব্যাপী বাছাই পর্ব এবং স্টুডিও রাউন্ড শেষে নির্বাচিত হলো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। বাংলা ভাষার উৎকর্ষ সাধনে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজন সংশ্লিষ্টরা।

Scroll to Top