বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের নতুন সভাপতি মো রেজাউল মাকসুদ জাহেদীর ফেডারেশন পরিদর্শন

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের নতুন সভাপতি মো রেজাউল মাকসুদ জাহেদীর ফেডারেশন পরিদর্শন

বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের নতুন এডহক কমিটির সভাপতি মো রেজাউল মাকসুদ জাহেদী তার নতুন দায়িত্ত্ব নেবার পরে প্রথমে শুটিং ফেডারেশনে এসে শুটারদের সাথে দেখা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন। খেলায় লম্বা বিরতির বিষয়ে খেলোয়াড়রা প্রশ্ন তুললে তিনি বলেন নতুন কমিটি শুটারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। বিগত স্বৈরাচার আমলে আর্মস ও এমুনেশন সহ যত ধরনের প্রতিবন্ধকতা ছিল তা কাটিয়ে উঠতে চাই। আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না।

আমাদের যা আছে তার সর্বোচ্চ ব্যবহার আমরা করতে চাই। এ সময় তিনি খেলোয়াড়দের বলেন এখন থেকে শুধু পারফর্মেন্স দরকার, এজন্যে যা লাগবে তাই করবো। অনুশীলনের জন্যে কোচ ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার ব্যাপারেও অঙ্গীকার করেন ফেডারেশন এর সভাপতি। আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সাবগেমস ও কমনওয়েলথ গেম্স্এর জন্যে খেলোয়াড়রা যাতে পুরোপুরি প্রস্তুত থাকেন সে ব্যাপারে “নো কম্প্রোমাইস” নীতির প্রতি জোর দেন এই নতুন সভাপতি। এ সময় শুটাররা শুটিং ফেডারেশন এর নতুন সভাপতি মো রেজাউল মাকসুদ জাহেদীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ শ্যূটিং স্পোর্ট ফেডারেশনের অন্যান্য অফিসিয়ালদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও মতবিনিময় করেন।

Scroll to Top