এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তান যেতে ভারতের আপত্তি থাকায় হাইব্রিড মডেলে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এমনকি ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম থাকবে না বলেও খবর বেরিয়েছিল। তবে আইসিসির হস্তক্ষেপে তা ঘটেনি, পাকিস্তানের নাম জার্সিতে লিখেই ভারত মাঠে নেমেছে। ভারত-বাংলাদেশ ম্যাচে আবার তৈরি হয়েছে নতুন বিতর্ক। ম্যাচের সরাসরি সম্প্রচারিত ফিডে দেখা যায়নি পাকিস্তানের নাম। তাতে চটেছে পাকিস্তান, আইসিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে তারা।
বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ৬ উইকেটে বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করেছে রোহিত শর্মার দল। এই ম্যাচেই ঘটে বিতর্কিত সেই কাণ্ড।
সাধারণত ম্যাচের সরাসরি সম্প্রচারিত ফিডে টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নামও স্ক্রিনের কোণায় প্রদর্শনের কথা। বাংলাদেশ-ভারত ম্যাচে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির সম্মিলিত লোগোর নিচে ছিল না পাকিস্তানের নাম। পুরো ম্যাচেই লোগোতে ছিল না পাকিস্তানের নাম। অথচ উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে লোগোর নিচে পাকিস্তানের নাম ছিল।
লাইভ ব্রডকাস্টিংয়ের সময় লোগোতে আয়োজকদের নাম না থাকায় ব্যাখ্যা চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি এমন যেন আর না ঘটে, আইসিসির কাছে সেই নিশ্চয়তা চেয়েছে পিসিবি।
আইসিসিও ব্যাখ্যা দিয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত ভুলের কারণে এমন ঘটেছে। সেই সঙ্গে পরবর্তী কোনো ম্যাচে আর এমন ঘটনা ঘটবে না বলে আইসিসি নিশ্চিত করেছে।