ধানমন্ডি-৩২ নম্বরে ভবন ভাঙা গণতন্ত্রের যাত্রায় বাধা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অসবরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে আলোচনায় তিনি এ’ মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্র করছে বলেও জানান হাফিজ উদ্দিন আহমেদ। ভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, শিক্ষাঙ্গণে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার দাবি করেছেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে।