বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শংকা শুরু হয়েছে: আমির খসরু | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শংকা শুরু হয়েছে: আমির খসরু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শংকার শুরু হয়েছে। যত দিন যাচ্ছে জাতির শংকা তত বাড়বে, একটি বিপদের দিকে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই, যে কয়টা বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়। ওইদিকে না যেয়ে অন্যদিকে যাওয়া হচ্ছে।

রোববার (১৮ মে) তিনি বলেন, কোর্ট বলে দিলে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে কি সমস্যা? বিগত সরকারের সময় জুলুম- নির্যাতনে অংশ নেয়নি, দুর্নীতিবাজ নয়, সামাজিকভাবে গ্রহণযোগ্য যে কেউ বিএনপিতে আসতে পারে। সহনশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতি চায় বিএনপি।

আমির খসরু বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আইনিভাবে হওয়া উচিত এটা ২ মাস আগেই বলেছি। এটা তখনই করা যেত কিন্তু এই নাটকের দরকার ছিল না। চট্টগ্রাম পোর্টসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নিবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মতো সেক্রিফাইস কেউ করেননি। স্বৈরাচার পতনের পর উনিই সবচেয়ে খুশি। দেশ গণতন্ত্রের পথে গেলেই উনার ত্যাগ স্বার্থক হবে।

Scroll to Top