টরন্টো, ২২ ফেব্রুয়ারি: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো। স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২:০১ মিনিটে ডেন্টোনিয়া পার্কের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত থেকে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে কনস্যুলেট প্রাঙ্গণে সন্ধ্যা ৬:০০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে টরন্টোর প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এবং দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পাশাপাশি শহিদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়। অতিথিরা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব এবং বাংলা ভাষার প্রসার ও সংরক্ষণে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
কনসাল জেনারেল মোঃ ফারুক হোসেন তার বক্তব্যে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহিদদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি টরন্টোতে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের বাংলা ভাষার প্রচার ও প্রসারে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলা ভাষার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বে বিরল। তাই আমাদের দায়িত্ব হলো প্রবাসেও বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখা।” তিনি প্রবাসী বাংলাদেশিদের তাদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সন্তানদের মধ্যে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি প্রবাসী বাংলাদেশিদের গভীর ভালোবাসা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিণত হয়। -প্রেস বিজ্ঞপ্তি