বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় ভারত-যুক্তরাষ্ট্র | চ্যানেল আই অনলাইন

ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তিনি বলেছেন, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে।

বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউওআইএনকে (ওয়ার্ল্ড ইন ওয়ান নিউজ) দেয়া এক সাক্ষাৎকারে এরিক গারসেত্তি বলেন, আমরা উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। আর এটি বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা করতে সহায়তা করবে।

তিনি বলেন, আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একক নীতিতে বিশ্বাস করে। সেটি হলো উভয় দেশই শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়। এই মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে কাজ করছে ভারত-যুক্তরাষ্ট্র।

সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, হোক সেটি বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনও দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন কখনই নির্যাতনের শিকার না হন।

GOVT

DOROD_300X300-optimize

Scroll to Top