প্রতিবেশি ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার (৩২ আগস্ট) বিকেলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জিএম কাদের জানান, বাংলাদেশ নির্বাচন কীভাবে হবে এটা তাদের বিষয় নয় বলে জানিয়েছে ভারত। তবে নির্বাচনের আগে-পরে যেন কোনো সহিংসতা না হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
জিএম কাদের আরও বলেন, ভালে নির্বাচন করতে আলাপ-আলোচনার মাধ্যমে সুরাহা করার তাগিদ দিয়েছে ভারত। নির্বাচন নির্ধারিত সময়ে করার আহ্বানও জানিয়েছে তারা।
এ সময় জাতীয় পার্টিতে ভাঙন ইস্যুতে জিএম কাদের বলেন, রওশন এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে দলের কিছু মানুষ এসব করেছেন। সেখানে তাকে দিয়ে স্বাক্ষর করানো হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ