বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতার, সোমবার বিকেলেই বৈঠকের তোড়জোড়?

বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতার, সোমবার বিকেলেই বৈঠকের তোড়জোড়?

Last Updated:

India Bangladesh: আজ রবিবারই কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সম্ভবত সোমবার বিকেলেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা। আগামিকাল সোমবার নবান্নয় মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর।

বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতারবাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতার, সোমবার বিকেলেই বৈঠকের তোড়জোড়?
বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতার

কলকাতা: আজ রবিবারই কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সম্ভবত সোমবার বিকেলেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা। আগামিকাল সোমবার নবান্নয় মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর।

এই বৈঠকের বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। যদিও বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকের সময় চূড়ান্ত হয়নি এখনও। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিকেল ছাড়তে নাগাদ বৈঠক হতে পারে বাংলাদেশ হাই কমিশনারের।

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত। বিশেষত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন থেকে শুরু করে মনীষীদের অপমান, স্থাপত্যকীর্তি ভাঙচুরের মতো ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সেই তালিকায় সদ্য যুক্ত হয়েছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি ভাঙচুর।

এই ঘটনার পরে বিষয়টির যথাযথ তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী মোদির কাছে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সঙ্গে কথা বলে যাতে ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। সূত্রের খবর, এসবের মাঝেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। সূত্রের খবর, নবান্নে আগামিকালই মমতা রিয়াজ সাক্ষাতের সম্ভাবনা। যা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Scroll to Top