বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) নগরীর যাত্রামোহন (জেএম) সেন হলে কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের ধর্ম মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে আমাকে অসাম্প্রদায়িক বলে পরিচয় করে দেওয়া হয়। এটা আমার একেবারেই অপছন্দ। অসাম্প্রদায়িক এটা বলতে হবে কেন? বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক চেতনার কথা পুরোপুরি বলা আছে।’
তিনি বলেন, ‘সুতরাং বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। আর যারা সাম্প্রদায়িক, তারা তো বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধের শক্তি, তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করছে।’
তিনি বলেন, ‘আরেকটা হচ্ছে সংখ্যালঘু শব্দটা, এটা আমি বিশ্বাস করি না। সাম্প্রদায়িক শব্দটা যে কারণে ব্যবহার হয়, সংখ্যালঘু শব্দটাও একই কারণে ব্যবহার হয়। যেদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে, সমান নাগরিক অধিকার দিয়েছে, সমান গণতান্ত্রিক অধিকার দিয়েছে, সমান রাজনৈতিক অধিকার দিয়েছে, তাহলে সেখানে আমাকে কেন সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে হচ্ছে?’
আমীর খসরু বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানুষের মধ্যে যে আকাঙ্খা ও প্রত্যাশা জেগেছে, এটি পূরণ করতে হলে। আমাদের বিভক্তির কোন সুযোগ নেই। আমরা জাতিগতভাবে অটুট ঐক্য নিয়ে এগিয়ে যেতে হবে; সে সাথে আজকে যারা নতুন বাংলাদেশের কথা বলছে, তাদের আচার-আচরণে কথাবার্তায় এবং রাজনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনতে হবে।
চট্টগ্রাম জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপুর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিপ্লব পার্থসহ অন্যরা।