বাংলাদেশের যে ১২ ক্রিকেটার আইপিএল নিলামে, কার ভিত্তিমূল্য কত | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের যে ১২ ক্রিকেটার আইপিএল নিলামে, কার ভিত্তিমূল্য কত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশের ১২ জন উঠছেন এবারের আইপিএল নিলামে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হতে চলেছে ২০২৫ আসরের মেগা নিলাম। নাম জমা দিয়েছিলেন দেশি-বিদেশি ১,৫৭৪ ক্রিকেটার। যাচাই-বাছাই শেষে ৫৭৪ জনের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।

২০১১ আসর থেকে ৯ মৌসুম খেলা সাকিব আল হাসান, ২০১৬ থেকে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান, ২০২৩ সালে কলকাতার হয়ে এক ম্যাচে নামা লিটন দাস আছেন। বাংলাদেশ থেকে আরও আছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেন, ব্যাটার তাওহীদ হৃদয়, পেসার শরিফুল ইসলাম, পেসার তানজিম হাসান, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান, পেসার হাসান মাহমুদ ও পেসার নাহিদ রানা।

এবারের নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি, ২ কোটি রুপি। অভিজ্ঞ সাকিব ও তাসকিন-মিরাজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের বাকিরা- রিশাদ, লিটন, হৃদয়, শরিফুল, তানজিম, শেখ মেহেদী, হাসান ও নাহিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। বাংলাদেশ থেকে ১৩ ক্রিকেটার নিবন্ধন করিয়েছিলেন।

দুদিনব্যাপী হবে নিলাম। যেখানে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশি ক্রিকেটার দল পেতে সুযোগের খোঁজে থাকবেন। আইসিসির সহযোগী দেশগুলো থেকে এবার ৩ জন উঠবেন নিলামে। অভিষেক হয়নি এমন ভারতীয় ক্রিকেটার থাকছেন ৩১৮ জন, বিদেশি ১২ জন।

GOVT

আসরে অংশ নিতে চলা ১০ ফ্র্যাঞ্চাইজি ২০৪ জন ক্রিকেটারকে নিতে পারবে। বিদেশিদের জন্য অবশ্য ৭০টি জায়গা ফাঁকা আছে। ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক তারকা ক্রিকেটারকেই আগে থেকে রিটেইন(ধরে রাখা) করে রেখেছে।

রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। প্রতিটি দল পরিকল্পনা অনুযায়ী ২-৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারে। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। আগামী তিন বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

প্রতি তিন বছর পর আইপিএলের মেগা নিলাম হয়। বৃহৎ এই নিলাম হয়ে থাকে দু’দিন ব্যাপী। এরমাঝের দুবছর হয় মিনি নিলাম। গত আসরে মিনি নিলাম হলেও আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিদেশের মাটিতে হচ্ছে আইপিএলের নিলাম। ২০২৪-এর নিলাম হয়েছিল দুবাইয়ে।

Chokroanimation

Scroll to Top