এজাজুর রহমান এজাজ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেক্সট গ্লোবাল স্টার প্রোজেক্টে এসেছেন ট্রায়াল দিতে। বাংলাদেশের ফুটবলে সমর্থকদের আগ্রহ দেখে দারুণ খুশি ইংল্যান্ড থেকে আসা এ তরুণ। দুই দিন বাংলাদেশে থেকে বেড়েছে লাল-সবুজের পতাকার প্রতি আগ্রহ। এখন সেটা দ্রুত গায়ে জড়াতে চান এজাজ।
দুই দিনের ট্রায়াল শেষে এজাজদের ম্যাচ হয় হয় বিকেল পাঁচটার পর। তার আগে সিলেটি এ তারকার কথা হয় চ্যানেল আই অনলাইনের সাথে। এই ট্রায়ালে ইতিবাচক কিছু না হলেও আগ্রহ মোটেও কমবে না তার, বরং বাড়বে। ভবিষ্যতেও আগ্রহ থাকবে তার ও পরিবারের।
এজাজ বলেছেন তিনি সব পজিশানে খেলতে পারে। তার পছন্দের পজিশান মিডফিল্ড। তবে দেশের প্রয়োজনে যে কোনো পজিশানে খেলতে আগ্রহী তিনি। এছাড়া যদি সুযোগ আসে বা কেউ ডাকে তখন বাংলাদেশের যে কোনো ক্লাবেও খেলতে চান তিনি।
কথা হয় এজাজ রহমানের বাবার সাথে। লন্ডনে বাংলাদেশের ক্লাব এমটি গ্যালাকটিকোর হেড কোচ তিনি। দেশের টানেই ছেলেকে নিয়ে এসেছেন বাফুফের অধীনে। ছেলেকে হামজা-সামিতদের সাথে খেলতে দেখতে চান তিনি।
বাংলাদেশের ফুটবল নিয়েও দারুণ আগ্রহ আছে এজাজের বাবার। ছোট বেলা থেকে বাংলাদেশের ফুটবল দেখেন এবং আবাহনী-মোহামেডানের দ্বৈরথের কথাও ভালোভাবে জানেন। সাম্প্রতিক সময়ে বসুন্ধরা কিংসের উত্থানের খবরও রাখেন তারা।