বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা, শরফুদ্দৌলা পেলেন কয় ম্যাচ | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের ম্যাচে আম্পায়ার যারা, শরফুদ্দৌলা পেলেন কয় ম্যাচ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আট দিন পর পর্দা উঠতে চলেছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আট দলের টুর্নামেন্ট ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। এবার নির্ধারিত হয়েছে গ্রুপপর্বে দায়িত্ব পালন করবেন কারা।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ম্যাচে মাঠ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। উদ্বোধনী ম্যাচে তার সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটলবরো।

গ্রুপপর্বের ১২ ম্যাচের মধ্যে ৪টিতে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। সৈকত-কেটলবরোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার, অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ড্রু পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকবেন।

এছাড়া সৈকত গ্রুপপর্বের আরও ৩ ম্যাচে দায়িত্ব পেয়েছেন। ২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-সাউথ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার, ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচে জো উইলসনের সঙ্গে অনফিল্ড আম্পায়ার এবং ১ মার্চ সাউথ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন সাউথ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রেইফেল। এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ ও চতুর্থ আম্পায়ার মাইকেল গফ। ম্যাচ রেফারি অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির আরেক অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এর তিনদিন আগে রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা।

এক নজরে দেখে নেয়া যাক কোন ম্যাচে কারা থাকছেন

পাকিস্তান-নিউজিল্যান্ড, ১৯ ফেব্রুয়ারি, করাচি
মাঠ আম্পায়ার: রিচার্ড কেটলবরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন
চতুর্থ আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

বাংলাদেশ-ভারত, ২০ ফেব্রুয়ারি, দুবাই
মাঠ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রেইফেল
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ
রেফারি: ডেভিড বুন

আফগানিস্তান-সাউথ আফ্রিকা, ২১ ফেব্রুয়ারি, করাচি
মাঠ আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ ও রডনি টাকার
টিভি আম্পায়ার: রিচার্ড কেটলবরো
চতুর্থ আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ
রেফারি: রঞ্জন মাদুগালে

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ২২ ফেব্রুয়ারি, লাহোর
মাঠ আম্পায়ার: জোয়েল উইলসন ও ক্রিস গ্যাফানি
টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা
চতুর্থ আম্পায়ার: আহসান রাজা
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

পাকিস্তান-ভারত, ২৩ ফেব্রুয়ারি, দুবাই
মাঠ আম্পায়ার: পল রেইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ
টিভি আম্পায়ার: মাইকেল গফ
চতুর্থ আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
রেফারি: ডেভিড বুন

বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি
মাঠ আম্পায়ার: আহসান রাজা ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: রডনি টাকার
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
রেফারি: রঞ্জন মাদুগালে

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা, ২৫ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি
মাঠ আম্পায়ার: রিচার্ড কেটলবরো ও ক্রিস গ্যাফানি
টিভি আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ
চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

আফগানিস্তান-ইংল্যান্ড, ২৬ ফেব্রুয়ারি, লাহোর
মাঠ আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ ও জোয়েল উইলসন
টিভি আম্পায়ার: আহসান রাজা
চতুর্থ আম্পায়ার: রডনি টাকার
রেফারি: রঞ্জন মাদুগালে

পাকিস্তান-বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডি
মাঠ আম্পায়ার: মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক
টিভি আম্পায়ার: পল রেইফেল
চতুর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
রেফারি: ডেভিড বুন

আফগানিস্তান-অস্ট্রেলিয়া, ২৮ ফেব্রুয়ারি, লাহোর
মাঠ আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ এবং কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: ক্রিস গ্যাফানি
চতুর্থ আম্পায়ার: রিচার্ড কেটলবরো
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

সাউথ আফ্রিকা-ইংল্যান্ড, ১ মার্চ, করাচি
মাঠ আম্পায়ার: রডনি টাকার ও আহসান রাজা
টিভি আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
রেফারি: রঞ্জন মাদুগালে

নিউজিল্যান্ড-ভারত, ২ মার্চ, দুবাই
মাঠ আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড ইলিংওয়ার্থ
টিভি আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক
চতুর্থ আম্পায়ার: পল রেইফেল
রেফারি: ডেভিড বুন

Scroll to Top