এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপপর্বে দুটি ম্যাচে জিতে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরের শুরুটা পক্ষে গেল না মেয়েদের। টিম টাইগ্রেসের জয়রথ থামল ভারতের কাছে হেরে। ভারতের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে সুমাইয়া আক্তারের দল।
কুয়ালালামপুরে টসে বাংলাদেশকে আগে ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮০ রানে টাইগ্রেস যুবাদের ইনিংস। জবাবে নেমে ১২.১ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
ব্যাট হাতে বাংলাদেশের ব্যর্থ দিনই কেটেছে। সর্বোচ্চ ১৪ রান এসেছে ওপেনার মোসাম্মৎ ইভার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে ১১ নম্বরে নামা হাবিবা ইসলামের ব্যাট থেকে। ১০ রান করেন আরেক ওপেনার ফাহমিদা ছোয়া ও ১০ নম্বরে নামা নিশিতা আক্তার নিশি। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতের হয়ে আয়ুশি শুক্লা ৩টি এবং সোনম যাদব দুটি উইকেট নেন।
জবাবে নেমে শুরুতেই দুই ব্যাটারকে হারায় ভারত। ২২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে নিকি প্রসাদকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন ওপেনার গঙ্গাদি তৃষা। তৃষা ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৪ বলে ২২ রান করেন নিকি।
বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নেন আনিসা আক্তার সোবা।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালকে হারাতে পারলেই ফাইনালের দৌড়ে এগিয়ে থাকবে টিম টাইগ্রেস।