Last Updated:
২২ অগাস্ট দালালের মাধ্যমে ১২ হাজার টাকায় বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। এরপর নেপালে ঢোকার জন্যে আরও ২ দালালের সহায়তা নেয় ধৃত।

খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ সীমান্তে ফের এক বাংলাদেশির কাছে উদ্ধার জাল আধার কার্ড। ভারত থেকে নেপাল ঢোকার মুখে ওই বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র-সহ উদ্ধার হল জাল আধার কার্ড।
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে দিব্যি ভারতীয় আধার কার্ড বানিয়েছিলেন ওই বাংলাদেশি যুবক! তাঁর দুই দেশের পরিচয়পত্রে দুটি আলাদা নাম রয়েছে। সীমান্ত পারাপার করার সময় জাল আধার কার্ড ও বাংলাদেশি পরিচয়পত্র-সহ গ্রেফতার হয়েছে ওই বাংলাদেশি যুবক। দার্জিলিংয়ের খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি থেকে নেপালে ঢোকার মুখে ভারতীয় আধার কার্ড দেখিয়ে সীমান্ত পারাপার করতে যান যুবক! এসএসবির (সশস্ত্র সীমা বল) কাছে ওই যুবক নিজেকে পূর্ব মেদিনীপুরের রাতুল খান বলে পরিচয় দেন। তাতেই সন্দেহ হয় জওয়ানদের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 24, 2025 3:17 PM IST