বাংলাদেশের জয়ের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক? – DesheBideshe

বাংলাদেশের জয়ের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক? – DesheBideshe

বাংলাদেশের জয়ের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক? – DesheBideshe

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর বিতর্কগুলোর চাপা পড়ার সম্ভাবনা দেখেছিলেন অনেকে। তবে সেটা আর হতে দিলেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ফের বিতর্ক উসকে দিয়েছেন তিনি।

ভারতের গুয়াহাটিতে পায়ে চোট পাওয়ায় শুক্রবার প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে। এরপরই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন আব্দুর রাজ্জাক। তার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসটি তামিমকেই কি খোঁচা দিয়ে কিনা এখন উঠেছে সেই প্রশ্ন, যেখানে মাশরাফীরও মন্তব্য রয়েছে।

ওই পোস্টে বিসিবির এই নির্বাচক লিখেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’

ওই পোস্টের নিচে অল্প সময়েই বেশকিছু মন্তব্য এসেছে। সেখানে এক মন্তব্যে মাশরাফি তার সাবেক সতীর্থের কাছে জানতে চান, ‘কেন লিখলি এ কথা?’

বিসিবির তিন নির্বাচকের একজন রাজ্জাক। তার পোস্টটি আসলেই তামিমকে নিয়ে লিখেছেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে তাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটভক্তদের মাঝে যা চলছে, এই পোস্টটিও যেন সেদিকেই ইঙ্গিত করছে!

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ৩০ সেপ্টেম্বর ২০২৩

Scroll to Top