বাংলাদেশের ঘটনায় যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ ‘হাস্যকর’: জেক সুলিভান | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের ঘটনায় যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ ‘হাস্যকর’: জেক সুলিভান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতার পালাবদলের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে “হাস্যকর” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এমন অভিযোগ ভারতও বিশ্বাস করে না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ১০ জানুয়ারি হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলিভান বলেন, ঢাকার ঘটনাগুলো নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। তাদের কাছ থেকেও এমন কোনো ধারণা পাওয়া যায়নি যে, যুক্তরাষ্ট্র এ ঘটনার পেছনে রয়েছে।

সম্প্রতি এক মার্কিন নাগরিককে হত্যা চেষ্টার অভিযোগে একজন ভারতীয় সরকারি কর্মকর্তার সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা উঠেছিল। সুলিভান এ প্রসঙ্গে বলেন, তদন্ত কমিটির কাজ সম্পর্কে ভারত যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে। বাইডেন প্রশাসনের মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত এবং তার পরেও “পূর্ণাঙ্গ হিসেব ও জবাবদিহিতা” নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এই ঘটনা থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা মোকাবিলায় উভয় পক্ষের পরিপক্বতা ও সম্পর্কের গভীরতা প্রকাশ পেয়েছে।

GOVT

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে বাইডেন প্রশাসনের কূটনৈতিক সাফল্যের একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন সুলিভান। তিনি বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত বিনিয়োগ এবং পারস্পরিক বিশ্বাসের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রতিরক্ষা খাতে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া এবং মেড ইন আমেরিকার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বরং এগুলো পরস্পরের পরিপূরক। এ বিষয়টি আমরা ভবিষ্যৎ প্রশাসনের কাছে জোরালোভাবে তুলে ধরব।

Shoroter Joba

Scroll to Top