মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটানের এক ম্যাচ দুই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমার্ধ কিংস অ্যারেনার আন্তর্জাতিক স্টেডিয়ামে হলেও দ্বিতীয়ার্ধ হচ্ছে বসুন্ধরার অনুশীলন মাঠে। সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয়েছে ম্যাচ। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।
বিরতির পর বাংলাদেশ ও ভুটানের খেলোয়াড়েরা আবারও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন। তবে এ সময় ম্যাচ কমিশনার আনসার আসিফ তাদের মাঠে নামতে মানা করেন। মাঠ খেলার অনুপযোগী হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
কিংস অ্যারেনার অনুশীলন মাঠটি টার্ফের তৈরি, যেখানে পানি জমার আশঙ্কা নেই। সেখানেই অস্ট্রেলিয়ার মতো বড় দলও এর আগে অনুশীলন করেছে। এই টার্ফের সুবিধার কারণেই দ্রুত বিকল্প হিসেবে সেটি বেছে নেওয়া হয়।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচ শুরুর ৭ মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। বৃষ্টির কারণে দুদলের খেলতে বেশ অসুবিধা হচ্ছিলো এ সময়।