জুমবাংলা ডেস্ক : মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার ধরে নিয়ে গেছে বাংলাদেশি ৪ জেলেসহ একটি মাছ ধরার নৌকা। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, ‘মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাছান চার জেলেসহ তার মালিকানাধীন ট্রলার নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে করে আসা আরাকান আর্মি অস্ত্রের মুখে বাংলাদেশি জেলেদের ট্রলারটি ঘিরে ফেলে।’
আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা জেলেদেরসহ ট্রলারটি মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায়।
এ ঘটনার পর অপহৃতদের উদ্ধার তৎপরতার পাশাপাশি নাফ নদীতে কোস্টগার্ড নজরদারি বৃদ্ধি করেছে বলে জানান, কোস্টগার্ডের এ স্টেশন কমান্ডার।
এ ব্যাপারে টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘সকালে নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি ৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিসহ স্থানীয়দের কাছ থেকে শুনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবিসহ সংশ্লিষ্টরা তৎপরতা চালাচ্ছেন।’
তিনি আরো জানান, ‘মায়ানমার অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে থাকতে পারে।’
এ ঘটনার পর বিজিবি ও কোস্টগার্ড নাফ নদী সীমান্তে নিরাপত্তার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করেছে।