বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশি গার্মেন্টস পণ্যের বাজার সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সৌদি আরব গার্মেন্টস ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

গতকাল রোববার (১৬ মার্চ) জেদ্দায় সৌদি বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার পূর্ব আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সৌদি আরবে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানির প্রচুর সুযোগ থাকায় এটাকে কাজে লাগিয়ে রেডিমেড গার্মেন্টস পণ্যের বাজার সম্প্রসারণ এবং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরি হতে পারে বলে।

তিনি বলেন, বর্তমানে প্রবাসীরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধতা না থেকে নিজ উদ্যোগে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশিরা। এসব প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন শহরে গড়ে উঠেছে। বাংলাদেশিরা যেমন সফলতা অর্জন করছেন ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তারই ধারাবাহিকতায় সৌদি আরবের জেদ্দায় ব্যবসায়ী ও বিশিষ্ট নাগরিকদের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন সৌদি বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশান। এতে সভাপতিত্ব করেন, সাংগঠনের সভাপতি রেজাউল করিম টিপু।

সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান।

বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তানের যেসব বড় বড় প্রতিষ্ঠান সৌদি আরবে গড়ে উঠেছে এর পেছনে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সহযোগিতা রয়েছে। এখানে যেসব বাংলাদেশি ব্যবসায়ীরা রয়েছেন নিজস্ব উদ্যোগে অন্যান্য দেশের ব্যবসায়ীদের সাথে পাল্লা দিয়ে এ পর্যন্ত এসেছেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআই এর উচিত প্রতি বছর সৌদি আরবে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ আন্তর্জাতিক ট্রেড ফেয়ার এর আয়োজন করা। তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুন্নবী নূর, শেখ জাকির হোসেন, এম ওয়াই আলাউদ্দিন, আনোয়ার হোসেনসহ খুচরা পাইকারি রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ীরা ও জেদ্দার বিশিষ্ট ব্যবসায়ীরা।

ইফতারের পূর্বে দেশ জাতীয় মুসলিম উম্মার কল্যাণ বিশ্ব শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

Scroll to Top