বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস সমর্থিত ব্যাংক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশকে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস সমর্থিত ব্যাংক | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এক বিলিয়ন ডলার ঋণ দেবে ব্রিকস জোট প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

মঙ্গলবার ৮ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ এ তথ্য জানান।

ভ্লাদিমির কাজবেকভ বলেন, বর্ধিত ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেসিলিয়েন্ট প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ৩২০ মিলিয়ন ডলার অনুমোদন করেছে, কিন্তু এ বছর বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনে তহবিল তিনগুণেরও বেশি বাড়াতে চান তারা।

প্রধান উপদেষ্টা এসময় নতুন বহুপাক্ষিক ঋণদাতার ভূমিকার প্রশংসা করে বলেছেন, এটি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কাজবেকভ বলেন, তারা বাংলাদেশের গ্যাস খাতের অবকাঠামো উন্নয়নে প্রধান সহায়তা করতেও প্রতিশ্রুতিবদ্ধ।কাজবেকভ আরও বলেন, এনডিবি তাদের ক্ষমতা শক্তিশালী করার প্রচেষ্টায় দেশের বেসরকারি খাতে উল্লেখযোগ্যভাবে ঋণ দিতে আগ্রহী ছিল।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক অঞ্চলে হাজার হাজার শ্রমিকের আবাসন সুবিধার মতো সামাজিক অবকাঠামোতে এনডিবি ঋণ প্রদানের ওপর জোর দেন। কাজবেকভ বলেন, ব্যাংক মাল্টি-মুদ্রা ঋণ চালু করেছে, যা বাংলাদেশের সুবিধা হবে।

Scroll to Top