এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নরসিংদীর শিবপুরে একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত একজন নারীর মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের বাঁশঝাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রোববার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় শনাক্ত করতে না পারে সেজন্য দুইহাতের আঙ্গুল এবং মুখমন্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।