বাঁধনের বয়স কত?

বাঁধনের বয়স কত?

শুরুটা ছিল লাক্স সুন্দরী প্রতিযোগিতা দিয়ে, সে থেকেই শোবিজে পা রাখেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এখন পর্যন্ত তার ঝুলিতে বহু নাটক, ওয়েব ফিল্ম। নাম লিখিয়েছেন বড় পর্দায়ও; অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বাঁধনের নজরকাড়া অভিনয় মন টেনেছে দেশের বহু দর্শকের। ওপার বাংলাতেও রয়েছে তার সমধিক জনপ্রিয়তা। আন্তর্জাতিক অঙ্গন তথা চলচ্চিত্র উৎসব থেকেও নিজের প্রশংসার পাল্লা ভারী করেছেন।

এই অভিনেত্রীর আরও এক বৈশিষ্ট্য রয়েছে। কখনোই বয়স নিয়ে লুকো ছাপ নেই তার। তাই তো সামাজিক মাধ্যমে নিজের বয়সটি সরাসরি উল্লেখ করতে কোনো জড়তা পাওয়া গেল না অভিনেত্রীর মাঝে। সোমবার জীবন থেকে আরও একটি বছর চলে গেল বাঁধনের। এদিন তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে বাঁধনের যত বাধাহীন গল্প অনুরাগীদের মাঝে ভাগ করে নেন। সেখানে স্পষ্ট করে দেন তার বয়স।

রোববার মধ্যরাতে দেওয়া সেই পোস্টে বাঁধন উল্লেখ করেন, ‘আজ আমার ৪১ তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! বেশিরভাগ ক্ষেত্রে এটি ছিল অনেক চড়াই-উৎরাইয়ের ওপর। জিতেছি, হেরেছি, কেঁদেছি; আবার হেসেছি, যুদ্ধ করেছি, প্রতিদান পেয়েছি। আর এ করতে করতে ৪০ টা বছর পার করে দিয়েছি; আমিই সেই বাঁধন।’

বাঁধনের ৪০ বসন্ত পেরিয়েছে তো কী, বয়সের ছাপ না আসার নেপথ্যে থাকতে পারে অভিনেত্রীর কঠোর পরিশ্রম। বছর খানেক আগে অবশ্য এই বয়স নিয়েই একবার আক্ষেপ করেছিলেন বাঁধন। সে সময় অভিনেত্রী বলেছিলেন, বয়স ৪০ হলে নাকি সিনেমায় চরিত্র পাওয়া যায় না। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে তখন বাঁধন বলেছিলেন, ‘আমার বয়স তো চল্লিশ হয়ে গেল। এবার তাহলে আমি পুরোপুরি বুড়ি। তাহলে বুড়ির জন্য ‘ক্যারেক্টার’ কে লিখবে। এটাই হল মূল সমস্যা।’

Scroll to Top