বসন্তের ছোঁয়ায় সাজতে শুরু করেছে প্রকৃতি

বসন্তের ছোঁয়ায় সাজতে শুরু করেছে প্রকৃতি

বিদায় নিচ্ছে শীত। এরইমধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে প্রকৃতিতে৷ শুকিয়ে যাওয়া গাছগুলোতে নতুন পাতা গজাচ্ছে। ফুল ফলে ভরে উঠতে শুরু করেছে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি।

ভোরের সকাল এবং ভরদুপুরে গাছের ডালে কোকিলের কুহু কুহু ডাক মনের মধ্যে অন্য রকম ভালো লাগা সৃষ্টি করে। গ্রামের প্রকৃতির মধ্যে এখন নতুন রুপ দেখা যায়। কাঁঠাল গাছে মুচি ধরেছে। শিমুল গাছের লাল ফুল প্রকৃতির সৌন্দর্যকে যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

বসন্তের ছোঁয়ায় সাজতে শুরু করেছে প্রকৃতি
ছবি: সংগৃহীত 


বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো এত দিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়ে ছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করে যৌবনের উন্মাদনা। মৃতপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ।

ফসলের মাঠে এখন বোরো ধানের আবাদ হচ্ছে। সবুজে সবুজে ছেয়ে গেছে বিস্তৃত মাঠ। মৃদু হাওয়াতে ধান গাছের দোলের দৃশ্য মনে অদ্ভুত রকমের প্রশান্তি দেয়। ফসলের মাঠে পানি দেওয়ার শ্যালো মেশিনের শব্দ এখন অবিরাম। কৃষকরা সারাদিন মাঠে কাজ করছে। দুপুরে খাবার খেয়ে মাঠের পাশের কোন গাছের ছায়াতে তৃপ্তির ঘুম দিয়ে ক্লান্তি দূর করছেন।


শুকনো মাটির বুক ফেটে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। বসন্ত আসে পাখির কলকাকলি আর অপার সবুজের সমাহার নিয়ে। গ্রামবাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্প মঞ্জরির সমারোহ। চারদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের খেতে সবুজের ঢেউ খেলে। পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে উঠে এক অনুপম সৌন্দর্যে। রং-বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি।

বেশ কিছুদিন ধরে শীতের জড়তা কাটতে শুরু করেছে। দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্কুলগুলোতে হচ্ছে খেলাধুলার অনুষ্ঠান। সবমিলিয়ে এই সময়টি যেন দারুণ উপভোগ্য সবার জন্য।

Scroll to Top