হাতেগোনা ছবি করলেও ঢাকাই ছবির নায়িকা হিসেবে বেশ ভালো অবস্থানেই আফিয়া নুসরাত বর্ষা। শোবিজে যাকে বর্ষা নামেই সবাই চেনেন। তার অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। এছাড়াও আরো কয়েকটি সিনেমা তার হাতে থাকার কথা শোনা গেছে। এরমধ্যেই কিছুটা দুঃসংবাদের আভাস দিলেন এই নায়িকা!
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে একেবারে আটপৌড়ে মেজাজেই উপস্থিত ছিলেন বর্ষা। পাশে ছিলেন তার স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিল।
এসময় বর্ষা বলেন, “হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না। এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না।”
নিজেকে ‘বাস্তববাদী’ উল্লেখ করে বর্ষা এসময় আরো বলেন, “একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এ ছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে। এজন্যই এসব কথা বলছি। আমি খুব বাস্তববাদী, বাস্তবতা বলতে চাই। ”
এসময় পাশে বসা অনন্ত জলিল বলেন,“আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে প্রমিনেন্ট নায়িকা যারা আছে এখন- তাদের সমানই বয়স বর্ষার। তাদের চেয়ে ছোট হবে বর্ষা। তারপরেও ও বলছে স্ক্রিনি নাকি নায়িকার মতো তাকে দেখতে লাগতে হবে! আর অনেকে বয়স বেশী হওয়া সত্ত্বেও বলে যে আমার বয়স কম!”
অনন্তর কথা কেড়ে নিয়ে বর্ষা এসময় আরো বলেন, আসলে আমার চিন্তা আমার ফ্যামিলি, বাচ্চাদের নিয়ে। আমার বড়ছেলের বয়স ১০, ছোটটার ৭ বছর হলো। আর দুই চার বছর পর ১৪/১৫ বছর হয়ে যাবে বড় ছেলে। এটা দেখতে আসলে তখন আর ভালো লাগবে না যে তার মা মিডিয়াতে কাজ করছে! তবে আমার হাজবেন্ডকে নিয়ে আমার কোনো কথা নেই। আমি সবসময় বলছি, ওকে মেয়েদের বাজারে নিয়ে ছেড়ে দিতে পারবো। আমি রিল্যাক্সে ঘুমিয়ে থাকবো, আমি জানি ও ঘুরেটুরে সুন্দর মতো চলে আসবে। তাকাবেও না কারো দিকে।
সংবাদ সম্মেলনে এসময় সিনেমাসহ নানা বিষয়ে কথা বলেন অনন্ত জলিল ও বর্ষা।