বরিশালে হাতকড়া পড়া অবস্থায় পালালেন দুই মাদক কারবারি – DesheBideshe

বরিশালে হাতকড়া পড়া অবস্থায় পালালেন দুই মাদক কারবারি – DesheBideshe



বরিশালে হাতকড়া পড়া অবস্থায় পালালেন দুই মাদক কারবারি – DesheBideshe

বরিশাল, ২১ মে – বরিশাল নগরীতে আটকের পর হাতকড়া পড়া অবস্থায় পালিয়েছেন দুই মাদক কারবারি। বুধবার (২১ মে) দুপুর ৩টার দিকে নগরের ভাটিখানা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর থেকে পুলিশ পলাতকদের খুঁজতে ওই এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত পলাতকদের আটক করা যায়নি।

পলাতকরা হলেন মিরাজ ইসলাম ও রাসেল।

কাউনিয়া থানার সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনের মধ্যে দুজন হাতকড়াসহ পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

জানা গেছে, সাহাপাড়া তালুকদার বাড়ি এলাকা থেকে মাদকসহ নাসির, মামুন, আল-আমিন, মিরাজ ও রাসেল নামক ৫ জনকে আটক করা হয়।

দুজনকে হাতকড়া পড়িয়ে পুলিশের মোবাইল টিমের হাতে দেওয়া হয়। অভিযানকারী দল অপর ৩ জনকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল। পেছনে মোবাইল টিমের সঙ্গে থাকা জোড়া হাতকড়া লাগানো মিরাজ ও রাসেল কৌশলে পালিয়ে যায়।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২১ মে ২০২৫



Scroll to Top