বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা, একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ – DesheBideshe

বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা, একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ – DesheBideshe


বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা, একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ – DesheBideshe

বরিশাল, ৩১ মে – বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জাতীয় পার্টি বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

অপরদিকে পাল্টা প্রতিরোধের সময় হামলাকারীদের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা।

শনিবার (৩১ মে) বিকেলে নগরীর ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে শনিবার বিক্ষোভ সমাবেশ কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। এরই ধারবাহিকতায় বরিশালে আমরা কর্মসূচি পালন বিকেলে শুরু করি। সমাবেশ শেষে বিক্ষোভ নিয়ে নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু টোকাই মার্কা সন্ত্রাসী লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দেয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে জাপার লোকজন একজনকে মারধর করে আহতাবস্থায় পুলিশে দিয়েছে। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গণঅধিকার পরিষদের জেলার সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর জাপার নেতাকর্মীরা আপত্তিকর শ্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

হামলায় গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক হাসানসহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩১ মে ২০২৫



Scroll to Top