‘বরবাদ’ প্রযোজকের পরবর্তী সিনেমাতেও শাকিব!

‘বরবাদ’ প্রযোজকের পরবর্তী সিনেমাতেও শাকিব!

টিজার উন্মোচনের পর রীতিমতো উন্মাদনা তৈরি করেছে শাকিব খানের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বরবাদ’ শাহরিন আক্তার সুমি প্রযোজিত প্রথম সিনেমা

এবার জানা গেল, এই প্রযোজকের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। এমনটা জানিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি নিজেই। সেই সঙ্গে এও জানালেন, এই সিনেমাটিতে বাংলাদেশের প্রডাকশনের সঙ্গে যুক্ত থাকবে হলিউড!

‘বরবাদ’ প্রযোজকের পরবর্তী সিনেমাতেও শাকিব!
‘বরবাদ’-এ শাকিব খান


এই প্রযোজক বলেন, ‘নেক্সট প্রজেক্টও শাকিব ভাইয়ের সঙ্গে হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমাদের সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে। তাদের সঙ্গে আমরা কো-প্রডাকশনে কাজ করবো এবং সেখানকার স্টারও থাকবে।’

তবে এখনই বিস্তারিত জানাতে চাননা প্রযোজক। শুধু এটুকু বললেন, ‘আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো। তবে ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি। আগামীতে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো। বছরে তিন থেকে চারটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’

‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন কলকাতার ইধিকা পাল


মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও রয়েছেন পশ্চিমবঙ্গের তুখোড় অভিনেতা যিশু সেনগুপ্ত, আইটেম গানেও দেখা যাবে সেখানকার নুসরাত জাহানকে। ঢালিউডের ডাকসাইটে ভিলেন মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

Scroll to Top