বরগুনায় খাল থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

বরগুনায় খাল থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার | বাংলাদেশ

<![CDATA[

বরগুনার পাথরঘাটায় খাল থেকে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া মো. নজরুল ইসলাম (৬৫)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম বলেন, কাকচিড়া বাজার সংলগ্ন খালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাকে তারা খবর দেন। পরে আমি বিষয়টি পুলিশকে অবগত করি। নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কাকচিড়া বাজার এলাকায় ভিক্ষা করতেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে পার্কের ভেতরে ঝুলছিল যুবকের মরদেহ

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, মরদেহ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

]]>

Scroll to Top