এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকাণার পরিস্থিতি এখনও অপরিবর্বিত রয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি। দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে।
নেত্রকোণা জেলা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্টায় বন্যা পরিস্থিতির কোন উন্নতি নেই। এসব এলাকায় প্রায় এক লাখ এখনও পানিবন্দি। বিশুদ্ধ পানি আর খাবারের পাশাপাশি গো-খাদ্য সংকট চরমে।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, ২৭টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলায় ১৭ হাজার ৫৩৫ হেক্টর জমির আমন ও ১৬৭ হেক্টর জমির শাক-সবজি তলিয়ে গেছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পাশের ফুলপুর উপজেলায় পানি। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নে নতুন করে ৩০টি গ্রাম প্লাবিত হয়ে ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।