‘বন্যায় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান খোঁজা হবে’ | চ্যানেল আই অনলাইন

‘বন্যায় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান খোঁজা হবে’ | চ্যানেল আই অনলাইন

ফেনীর ভুক্তভোগী জনগণের সঙ্গে আলোচনা করেই টেকসই সমাধান খোঁজা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউস মিলনায়তনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটি ন্যায্যভাবে হচ্ছে কি না, তা দেখার অধিকার জনগণের রয়েছে। এজন্য জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

ফারুক ই আজম বলেন, যারা সরকারি অর্থ ব্যয় করেন, তাদের জবাবদিহি করতে হবে। কাজের মান খারাপ হলে কেন হলো— তা জানতে হবে। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতার অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলোর অতিরিক্ত শিল্পায়ন ও কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন আমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফেনীতে যে স্থানে অতীতে বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেখানেই আবারও ভাঙন দেখা দিচ্ছে— কেন এমন হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, ফেনীর ভুক্তভোগী জনগণের সঙ্গে আলোচনা করেই টেকসই সমাধান খোঁজা হবে। নদীর পানির গতি, ঘনত্ব, চাপে ভাঙনের সম্ভাব্যতা— সব কিছু পর্যালোচনা করে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। শুধু প্রজেক্ট করে টাকা খরচ করলেই হবে না, সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে স্থানীয়ভাবে কার্যকর সমন্বয় ও প্রকল্প বাস্তবায়নের গুণগত মান নিশ্চিত না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

Scroll to Top