বন্ধু, সাহায্যপ্রবণ ও পরিশ্রমী—শাকিবকে নিয়ে বললেন শানু | চ্যানেল আই অনলাইন

বন্ধু, সাহায্যপ্রবণ ও পরিশ্রমী—শাকিবকে নিয়ে বললেন শানু | চ্যানেল আই অনলাইন

গত ৩০ বছরে বাংলা সিনেমায় বহু নায়কের আগমন ঘটেছে, অনেকেই জনপ্রিয় হয়েছেন, আবার হারিয়েও গেছেন। তবে দীর্ঘ সময় ধরে এককভাবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কেবল শাকিব খান। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে কথা বলেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু।

শাকিব খান প্রসঙ্গে শানু বলেন, “সে কখনো বসে থাকেনি। সুপারহিট হোক বা এভারেজ, শাকিব একের পর এক কাজ করেছে।”

তিনি আরও বলেন, “রোমান্টিক, অ্যাকশন, ইমোশনাল—সব চরিত্রে শাকিব দক্ষ। দেখতে ভালো, নাচে পারদর্শী, ড্রেস সেন্সও দারুণ। এত গুণ একসঙ্গে অন্য কারো মধ্যে দেখা যায়নি।”

শিবা শানুর মতে, “চেষ্টা হলেও শাকিবের সমকক্ষ কেউ আসতে পারেনি।”

নিজেদের একসঙ্গে ক্যারিয়ার শুরু করার প্রসঙ্গে তিনি বলেন, “শাকিব শুরু থেকেই কম কথা বলে, কারো সমালোচনায় জড়ায় না। আজও সে মৃদুভাষী, বন্ধুবৎসল ও সাহায্যপ্রবণ।”

একটি ঘটনা উল্লেখ করে এই খল অভিনেতা বলেন, “তাণ্ডব ছবির শুটিংয়ে এক স্টান্টম্যান মারা যাওয়ার পর তার পরিবারকে চার লাখ টাকা সহায়তা দেওয়া হয়, যা শাকিব নিজে উদ্যোগ নিয়ে করেছেন।”

Scroll to Top