বদলে যেতে পারে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল | চ্যানেল আই অনলাইন

বদলে যেতে পারে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের মাটিতে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে বাকি কেবল ১০ দিন। ইতিমধ্যেই প্রথমিক দল দিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করা আট দল। তবে শেষ মুহূর্তে স্বাগতিক পাকিস্তানের দল নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে চূড়ান্ত পরিবর্তন আনার সপ্তাহ খানিক আগে শুরু হয়েছে দল পরিবর্তনের আলোচনা।

দেশটির কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের বলেছেন ‘এটি অপ্রত্যাশিত দল’, রশিদ লতিফ বলেছেন ‘রাজনৈতিক নির্বাচন’। সমালোচকদের চাপে পড়ে এখন স্কোয়াড পর্যালোচনা করছে পিসিবির নির্বাচকেরা।

মূলত খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। কারণ, দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের জার্সিতে মাঠে নামেননি। খুশদিল ২০২২ সালের পর ওয়ানডে ফরম্যাটে ডাকও পাননি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেয়ার আগে খুশদিল ও আশরাফ বাংলাদেশে বিপিএলে খেলেছেন। দারুণ পারফর্মও করেছেন। তবে এই দুজন পাকিস্তানের ওয়ানডে দলে ফেরার মতো নন বলে মনে করেন অনেকে। যাদের মধ্যে আকরাম, লতিফরা আছেন।

এসব আলোচনার পর শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান দল নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। নাকভি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো চিন্তা থেকেই দলে নেয়া হয়েছে।’

তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। দলে কোনো পরিবর্তনের দরকার নেই জানিয়ে তিনি বলেছেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে।’

লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। এরপর খেলোয়াড় বদলাতে হলে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

Scroll to Top