বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে ‘মব সৃষ্টির’ অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে ‘মব সৃষ্টির’ অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

শুক্রবার বিকেলে হাবিবা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁর জামাতা মেহেদী হাসান সিজারের আপন ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মাহমুদ হাসান। সম্পদের বণ্টন নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ আছে। মেহেদীকে মারধর করতে আগের রাতেও লোকজন নিয়ে শালবাগানের একটি ভবন ঘেরাও করেছিলেন মাহমুদ। বুধবার শ্বশুরবাড়িতে থাকতে পারেন, এমন সন্দেহে ভয় দেখাতে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল। ঘটনা ভিন্ন খাতে নিতে যুবলীগ নেতাকে ধরার অভিযান বলে প্রচার করা হয়।

মেহেদী হাসানও একই অভিযোগ করে বলেন, ‘যুবলীগ নেতা-টেতা কোনো বিষয় না। প্রকৃতপক্ষে মব তৈরি করে তারা আমাদের ভয় দেখাতে চাইছিল। এর নেপথ্যে আমারই ভাই।’

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে যোগাযোগ করা হলে মাহমুদ হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যখন যুবলীগ নেতাকে ধরতে অভিযান চলে, তখন সেখানে নেতা–কর্মী ছাড়াও পুলিশ ও সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তখন তাঁর বড় ভাইয়ের শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি কাউকে ফ্ল্যাটে ঢুকতেই দেননি।

Scroll to Top