বড় জয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তান

বড় জয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট

লক্ষ্য মাত্র ১১০ রান হলেও শুরুতে বেশ চাপেই পরেছিল ভারত। দুই তারকা ওপেনার বিরাট কোহলি ফিরেছেন শূন্য রানে, রোহিত শর্মা ফিরেছেন মাত্র ৩ রান করে। তিনে নেমে রিশভ পান্ত ২০ বলে ১৮ রান করে যখন ফিরলেন ভারতের স্কোর তখন কেবল ৪৪। তবে চাপে পরা ভারতকে পরে দারুণভাবে টেনে তুলেছেন সূর্যকুমার যাদব ও শিভম দুবে।

চতুর্থ উইকেটে ৬৫ বলে দুজনের অপরাজিত ৬৭ রানের জুটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত। এই জয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হলো ভারতের। অপর দিকে যুক্তরাষ্ট্রের সুপার এইটে যাওয়ার সম্ভবনা ঝুঁলে রইলো।

বিশ্বকাপে গ্রুপ পর্বে গ্রুপ ‘এ’ এর সমীকারণ এমন ছিল- আজ ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র জিতলে সু্পার এইটে উঠে যেতে ক্রিকেটের নবাগত দলটি। ভারতের পরবর্তী রাউন্ডও মোটামুটি নিশ্চিত। সে হিসেবে বাদ পরে যেত পাকিস্তান ও কানাডা। কিন্তু আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের জয়ে পাকিস্তানের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভবনা টিকে রইলো।

বুধবার (১৩ জুন) নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দেওয়া ১১০ রানের জবাব দিতে নেমে ভারত শুরুতে ভুগেছে। ইনিংসের প্রথম ওভারে বিরাট কোহলি নিজের মুখোমুখি প্রথম বলেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। সৌরভ নেত্রভালকরের দুর্দান্ত এক অফ কাটারে রীতিমতো পরাস্ত হয়েছেন কোহলি।

নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে রোহিত শর্মাকেও বিদায় করেছেন সৌরভ নেত্রভালকর। একই ডেলিভারিতে বল বাতাসে ভাসিয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তারপর তিনে নামা রিশভ পন্ত ও চারে নামা সূর্যকুমার যাদব প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন। বেশ ভালোই এগুচ্ছিলেন দুজন।

দলীয় ৪৪ রানের মাথায় ভুল করে বসেন রিশভ। আলি খানের বলে সরাসরি বোল্ড হয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। এরপর আরও চাপ বাড়াতে পারলে ম্যাচ জয়ের সম্ভবনা তৈরি হতো যুক্তরাষ্ট্রের। তবে সূর্যকুমার যাদব ও শিভম দুবে সেই সুযোগ আর দেননি।

চতুর্থ উইকেট জুটিতে দুজনের হিসেবি ব্যাটিংয়ের বিপক্ষে কিছুই করতে পারেনি যুক্তরাষ্ট্র। ১৮.২ ওভারে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারত। সূর্যকুমার যাদব তখন ৪৯ বলে ২টি করে চার-ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন। দুবে ৩৫ বলে ১টি করে চার-ছয়ে ৩১ রানে অপরাজিত ছিলেন।

বড় জয়ে সুপার এইটে ভারত, টিকে রইল পাকিস্তান

এর আগে দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। যুক্তরাষ্ট্রের পিচে শুরুতে পেসাররা যে বাড়তি সুবিধা পাচ্ছেন সেটা হাতছাড়া করতে চাননি রোহিত শর্মা, টস জিতে  বোলিং নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। ভারতীয় পেসাররা সুবিধাটা কাজেও লাগিয়েছেন দু’হাত ভরে।

বিশেষ করে তরুণ পেসার আর্শ্বদীপ সিং রীতিমতো গুড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ। ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন ভারতের তরুণ পেসার। আর্শ্বদীপ পেসে মাত্র ৩ রানে দ্বিতীয় উইকেট হারানো যুক্তরাষ্ট্র দলীয় ৫৬ রানে হারায় চতুর্থ উইকেট।

মিডল অর্ডারে নিতিশ কুমার একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। ২৩ বলে ২টি চার ১টি ছক্কায় ২৭ রান করা নিতিশকে আর্শ্বদীপই ফেরালে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্রের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানে থেমেছে যুক্তরাষ্ট্র।

ভারতের অন্য বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ১৪ রানে দুটি ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫ রানে একটি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

Scroll to Top